
জুন ২০, ২০২১; ঢাকা গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বাস্তবায়নাধীন ঢাকা বিআরটি প্রকল্পে বিমান বন্দর প্রান্তে গার্ডার উত্তোলন কার্যক্রম ১৮ই জুন, ২০২১ থেকে পুনরায় শুরু হয়েছে। স্মর্তব্য যে, বিগত ১৪ই মার্চ, ২০২১ এক আকস্মিক দুর্ঘটনায় নির্মান কাজে ব্যবহৃত বিশেষ ধরণের ক্রেইন - গার্ডার লন্চিং গ্যান্ট্রি ভেঙ্গে পড়ে। ৩ জন চীনা নাগরিকসহ মোট ৬ জন কর্মী সেই দুর্ঘটনায় আহত হয় এবং পরবর্তীতে তাদের সবাই সুস্থ হয়। ফলশ্রুতিতে গার্ডার উত্তোলনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে এবং যন্ত্রাংশ আমদানি ও প্রতিস্থাপন করে লন্চিং গার্ডারটি পুনরায় চালু করতে সমর্থ হয়। যথাযথ পরীক্ষা এবং নিরাপত্তা প্রশিক্ষণের পরে মেশিনটি বর্তমানে লন্চিং প্যাডে উত্তোলন করা হয়েছে এবং এর কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।
ঢাকা বিআরটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শুরু থেকে গার্ডার মেশিন মেরামত ও চালুকরণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব ছিলেন। তিনি মেশিনটি পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিআরটির নির্মান কাজ গতিশীলতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।